শিমের কেজি ২০০, কমেছে মরিচের দাম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 13:53:01

বাজারের অধিকাংশ সবজির দাম সাধারণ ক্রেতার নাগালে থাকলে নাগালে নেই শিম। বাজারে নতুন আসা এ সবজি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। তবে গত সপ্তাহের থেকে কমেছে মরিচের দাম। গত সপ্তাহের ১৬০ টাকার মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি।

শুক্রবার (২০ আগস্ট) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় সবজির দাম নতুন করে বাড়েনি। গত কয়েক সপ্তাহের মত এ সপ্তাহেও সবজির বাজার স্থিতিশীল রয়েছে।

ঝিগাতলা কাঁচা বাজারের সবজি বিক্রেতা আমিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, অনেকদিন ধরে সবজির দাম বেশ কম। এখনো কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। যেসব সবজির মৌসুম এখন না, সেসব সবজির দাম বেশি। বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। মাত্র বাজারে এসেছে শিম। এখনো পুরোপুরি মৌসুম আসে নাই। যার জন্য দাম বেশি।

ছবি: বার্তা২৪.কম

সবজির দাম
ঢেঁড়সের কেজি ৩০ থেকে ৪০ টাকা, লম্বা বেগুনের কেজি ৪০ টাকা থেকে ৫০ টাকা, গোল বেগুনের ৫০ থেকে ৬০ টাকা কেজি, শসার কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা, পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। কচুরমুখি ৩০ টাকা থেকে ৪০ টাকা, প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, জালি-কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, বরবটির কেজি ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, পেঁপের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় কেজি। টমেটো ও গাজরের দাম অবশ্য বেশি, ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজি।

রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদার দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা। হলুদ ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডালের দাম ১০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

চালের দাম
বাজার ঘুরে দেখা যায় ৪৫ থেকে ৪৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মোটা পাইজাম চাল, আটাশ চালের কেজি বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৪ টাকায়, মিনিকেট চাল ৬০ থেকে ৬২ টাকা এবং নাজিরশাইল চাল ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে।

ছবি: বার্তা২৪.কম

মাছের দাম
মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বড় আকারের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি, ছোট আকারের ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়িও বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকা কেজি। বড় আকারের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০, মাঝারি আকারের ২৫০ থেকে ৩০০ টাকা, ছোট আকারের ১৫০ থেকে ২২০ টাকা, শিং মাছ ৪০০ টাকা কেজি, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি, পাঙাশ ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা কেজি।

ব্রয়লার মুরগী দাম বেড়েছে কেজিতে ১০ টাকা
গত সপ্তাহ থেকে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। এ সপ্তাহের ব্রয়লার মুরগীর কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা। গত সপ্তাহে যা ছিল ১৩০ টাকা কেজি। গরুর মাংস ৫৬০ টাকা থেকে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি আগের মতো কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা।

এ সম্পর্কিত আরও খবর