রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ আলী সিদ্দিকী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার(২০ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে মোহাম্মদ আলী সিদ্দিকীর ছেলে জুয়েল রানা (৩৮) রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, পান বরজে কীটনাশক স্প্রে করা নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিরহী দক্ষিপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও তাঁর ছেলে মতিউর রহমান মতিনের সঙ্গে মোহাম্মদ আলী সিদ্দিকী এবং তাঁর ছেলে জুয়েল রানার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মতিউর তাঁর কাছে থাকা ছুরি দিয়ে মোহাম্মদ আলীর পেট, পিঠ ও হাতে আঘাত করেন। এ ছাড়া মতিউরের পিঠের বাম পাশে ও বাম হাতে আঘাত করা হয়।
এরপর আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী সিদ্দিকী শুক্রবার সকালে মারা যান।
ইফতেখায়ের আলম জানান, রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।