ইউপি নির্বাচন নিয়ে বৈঠক সোমবার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 22:31:22

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণে সোমবার (২৩ আগস্ট) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

৮৪তম কমিশন সভায় ইউপি নির্বাচন ও সংসদীয় আসনের উপনির্বাচনসহ ৭টি এজেন্ডা নিয়ে ইসি বৈঠক করবে।

কমিশন সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রথম ধাপের স্থগিত ১৬৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে। একই সময়ে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলও ঘোষণা হতে পারে। গত ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৬৭টি ইউপিতে ভোটগ্রহণে তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল ওই নির্বাচন স্থগিত করে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সোমবারের বৈঠকে উপনির্বাচনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও খবর