প্রথমবারের মতো নদী চিত্র প্রদর্শনী

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:01:15

উত্তর জনপদের নদ-নদী নিয়ে প্রথমবারের মতো রংপুরে শুরু হয়েছে নদী চিত্র প্রদর্শনী।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে রিভারাইন পিপল ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে।

সকালে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
রিভারাইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকনের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, অবৈতনিক সদস্য মো. মনিরুজ্জামান, অক্সফাম ইন বাংলাদেশের কর্মসূচি পরিচালক এম বি আখতারসহ অন্যরা।

দিনব্যাপী নদী চিত্র প্রদর্শনীতে ড. তুহিন ওয়াদুদের একক আলোকচিত্র প্রদর্শিত হয়। নদ-নদীর বর্তমান অবস্থা নিয়ে দেড়শ ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

নদীমাতৃক দেশ হিসেবে নদী রক্ষায় শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের সচেতন করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এ ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর