সরকারি চাকরি আইনের চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 06:11:24

সরকারি চাকরি আইন, ২০১৮ শীর্ষক বিল পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন সাপেক্ষে মহান জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করেছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ৩৪তম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অনুষ্ঠিত বৈঠকসমূহে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি এবং সরকারি চাকরি আইন, ২০১৮ এর খসড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয় যে, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের কার্যালয় নির্মাণ করার জন্য শেরে বাংলা নগরে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ২.৩৭ একর জমিতে অবৈধ দখলকারীদেরকে উচ্ছেদের জন্য মামলা সৃজন করে পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে।

বৈঠকে কমিটি সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ, বি, এম ফজলে করিম চৌধুরী, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মোঃ আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক এবং জয়া সেন গুপ্তা,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বিপিএটিসির রেক্টর, কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, বিয়ামের মহাপরিচালক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর