ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু, আরও হতাহতের শঙ্কা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-21 10:01:04

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লইস্কা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লইস্কা বিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ২১ জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি জেলা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

প্রথমে এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা করা হবে। এছাড়া আহতদের সকলকে সব ধরনের চিকিৎসা ফ্রিতে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর