ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-25 00:37:22

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লইস্কা বিলে নৌকাডুবির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি জেলা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। প্রথমে এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এ সম্পর্কিত আরও খবর