ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকাডুবি: মামলা দায়ের, আটক-৫

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-24 03:44:00

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় জেলার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এতে আটক ৫জনের নাম উল্লেখ করে ৭জনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এরআগে, এই ঘটনায় আটক করা হয় বালু বোঝাই ট্রলারের মাঝিসহ ৫ জনকে। আটককৃতরা হলেন, নৌকার মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩) একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২) ও কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবির ঘটনায় জড়িত ৫ জন ব্যক্তিসহ ০২টি বাল্কহেড (ইঞ্জিনচালিত বালুর নৌকা) আটক করা হয়েছে। এই ঘটনায় চম্পকনগরের সেলিম মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। তার পরিবারের ৪ জন সদস্য এই ট্রলার ডুবির ঘটনায় নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর