উদ্ধার হলো লইসকা বিলে ডুবে যাওয়া সেই নৌকা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-09-01 05:19:32

ব্রাহ্মণবাড়িয়ায় লইসকা বিলে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে নৌকাটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র এ সদস্যরা। নৌকাটি উদ্ধারের মাধ্য দিয়ে উদ্ধার কাজের সমাপ্তি করা হয়েছে।

বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় চেইন কাপ্পা দিয়ে নৌকাটি পানির নীচ থেকে সড়কের পাশে নিয়ে আসা হয়। তবে উদ্ধার হওয়া নৌকায় কোনো লাশ পাওয়া যায়নি। এখন পর্যন্ত শিশু ও নারী সহ লাশ উদ্ধারের সংখ্যা ২২ জন।

নৌকার ভেতরে আর কোনো মরদেহ না থাকায় দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশসান থেকে গঠিত  তদন্ত কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে ৭ জনকে আসামি করে বিজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নৌকার মাঝিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় লইসকার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রী বোঝাই নৌকার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে জেলার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর