বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস বিফ্রিংএ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২টি বন্দুকের কার্তুজ, ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি গ্রিল কাটা মেশিন, ৩০ হাত রশি, মানকি টুপি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পরে পুলিশের কাছে সংবাদ আসে বগুড়ার ২য় বাইপাস মহাসড়কে মাটিডালী এলাকায় করতোয়া নদীর ব্রিজে ১০-১২ জনের ডাকাত দল অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ গ্রামের দুদু মিয়ার ছেলে করিম মন্ডল (২৬), দিকদাইর গ্রামের মৃত নুর হোসেনর ছেলে আনজু (৩৫), তালুক সর্বানন্দ ফনির মোড় গ্রামের মহির উদ্দিনের ছেলে মোস্তাক মিয়া(৪৯), গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ গ্রামের পরশুরাম চন্দ্রের ছেলে কার্তিক চন্দ্র (২৪) ও নাওডাঙ্গা গ্রামের অনিল চন্দ্রের ছেলে সুজন চন্দ্র (২২)।
গ্রেফতারকৃতদের নামে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে।