ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রশিদ। এরআগে বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর গ্রামে জুয়াখেলা অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ভালুম গ্রামের ফজর আলীর ছেলে মো. রবিউল হাসান, ভালুম পশ্চিমপাড়া গ্রামের মো. খোরশেদ আলীর ছেলে মো. ওসমান হোসেন, সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রশিদ বলেন, বুধবার দিনগত রাতে জুয়া খেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সূয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১৮'শ টাকা, একটি মোবাইল সেট ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটক রবিউল, খোরশেদ ও মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবত জুয়া খেলার সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় জুয়া আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ হয়েছে।