‘ফ্লাই ঢাকা’ এয়ারলাইন্স আসছে

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:38:07

‘ফ্লাই ঢাকা’ নামে একটি এয়ারলাইন্সের জন্য আবেদন করা হয়েছে। বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) আবেদনপত্র পাওয়ার পর এরই মধ্যে এনওসি দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া শেষ করতে কয়েকমাস লাগবে।

বেবিচক এরই মধ্যে আবেদনকারীদের প্রয়োজনীয় ম্যানুয়াল জমা দিতে বলেছে।

অভ্যন্তরীণ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার শুরু করার জন্য ‘ফ্লাই ঢাকা’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটিআর৭২-৬০০টার্বোপ্রপ এয়ারক্রাফট নির্বাচন করেছে। তবে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের জন্য আনা হবে বোয়িং ৭৩৭। এয়ারলাইন্সটির এক বছর পর আর্ন্তজাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে যাতে কোন বিলম্ব না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘ফ্লাই ঢাকা’র সঙ্গে যৌথভাবে থাকছে মালয়েশিয়া কেন্দ্রীক ‘এয়ারএশিয়া’। প্রাথমিক অবস্থায় কোড শেয়ার করে যাত্রী পরিবহন করলেও অংশীদ্বার হতে চায় ‘এয়ারএশিয়া’।

‘ফ্লাই ঢাকা’র মালিকানায় রয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও তার সমমনা কয়েকজন ব্যবসায়ী।

এ সম্পর্কিত আরও খবর