কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-20 22:46:04

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ধানক্ষেত থেকে মিরাজ (২৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একতারপুর ইউনিয়নের শেখপাড়া-ঈশ্বরদী মাঠের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিরাজ উপজেলার শেখপাড়া গ্রামের সিরাজ শেখের ছেলে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান জানান, শনিবার বিকালে সে তার লিজ নেওয়া জমিতে কাজ করতে যায়। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরদিন সেই মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, মাঠ থেকে কৃষক মিরাজের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর