আশুগঞ্জে তিন বেকারিকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-26 06:14:44

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন বেকারিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়েছে। এ সময় খাবারে কাপড়ের কেমিকেল রংয়ের ব্যবহার, নোংরা পরিবেশ ও খাবারে মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে তিনটি বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশুগঞ্জ বাজার ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস। এসময় ভৈরব র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. আক্কাস আলীসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, র‍্যাবের দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আশুগঞ্জর তিনটি বেকারিতে খাবারে কাপড়ের কেমিকেল রংয়ের ব্যবহার, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে মেয়াদ না থাকায় ভ্রাম্যমান আদালতে তিন বেকারিকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ভোক্তা অধিকার আইনে আনন্দ বেকারিকে ২৫ হাজার, রাসের বেকারিকে ২০ হাজার ও নন্দন বেকারিকে ৩০ হাজারসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালকারীদের বিরুদ্ধে র‍্যাবের পাশাপাশি আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর