নিষেধাজ্ঞা উপেক্ষা, ১৮ জেলেকে জরিমানা

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 15:56:46

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এছাড়াও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

তিনি জানান, মা ইলিশ রক্ষায় গতকাল বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কীর্তনখোলা, কালাবদর এবং মেঘনা নদীতে নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ শিকারের অভিযোগে ২২ জেলেকে আটক করা হয়।

বিমল চন্দ্র আরও জানান, আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ২২ জেলের মধ্যে ১৮ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৪ জেলেকে খালাস দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জয়দেব চক্রবর্তী। পরে জব্দকৃত ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর