মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন দালালকে আটক করেছে জেলা গোয়ান্দা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নিকট আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে বিচারক তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, 'শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌড়াত্ম বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্যারদের নির্দেশণা অনুযায়ী আমরা এ অভিযান চালাই। অভিযানকালে তিনজন দালালকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে।'
তিনি বলেন, 'আটক দালালরা তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবু দারদা।'