কয়েকদিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়া খেলার দায়ে জুয়ার উপকরণসহ র্যাবের হাতে আটক হলো ৮ জুয়াড়ি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর মহল্লার মো. আব্দুল মান্নানের ছেলে মো. শামীম হোসেন (৩৪), একই এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. মাহবুব আলম (৩২), জালমাছমারি মহল্লার মো. খায়রুল ইসলামের ছেলে মো. জামিরুল ইসলাম (৩০), একই মহল্লার মো. মোজাফফর হোসেনের ছেলে মো. আলফাজ (৩৫), মো. রাকিব আলীর ছেলে মো. রাতুল হাসান (২৮), মো. দুলু আলীর ছেলে মো. দুরুল হুদা (২৪), মো. আজমত আলীর ছেলে মো. আনারুল ইসলাম (৩২) ও বাবুপাড়া মহল্লার রবিন কুমার দাসের ছেলে রাজিব কুমার দাস (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ পৌর জালমাছমারী মহল্লার ধৃত আনারুল ইসলামের বৈঠক ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ ২২ হাজার ৫শ’ ১০ টাকা জব্দ করা হয়।