উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রাণ গোপাল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:11:23

কুমিল্লা ৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যােপক ড. প্রাণ গোপাল দত্ত।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬৮ বছর বয়সী প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন।

চিকিৎসা সেবায় অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

এ সম্পর্কিত আরও খবর