রাজধানীতে ৫০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 20:22:45

রাজধানীর মোহাম্মদপুর থেকে ৫০ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

আটকরা হলেন- রুবেল আহাম্মেদ (২৬) ও ফাহিম মিয়া (১৯)।

শুক্রবার (২৬ অক্টোবর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ সাইফুল মালিক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কের নবীনগর লোহার গেট এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করে র‌্যাব-২ এর একটি দল। পরে ভ্যানটি তল্লাশি করে ৫০ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর