ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্পপশ্চিমপাড়া গ্রামের শতবর্ষী ঈদগাহ মাঠ দখল করে মাসকলাই চাষাবাদ করার অভিযোগ পাওয়া গেছে মাঠ কমিটির বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্পপশ্চিমপাড়া ঈদগাহ মাঠটি অনেক প্রাচীন। ১৯৫৬ সালে গ্রামের স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুর রহিম ২ একর ৩০ শতক জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াকফ করে দেন। ঈদের জামাত আদায়ের পাশাপাশি খেলাধুলার জন্য এই মাঠটি ব্যবহৃত হয়। গত সোমবার ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ঈদগাহ মাঠে ট্রাক্টর দিয়ে চাষ করে ওই জমিতে মাসকলাই রোপণ করে। এদিকে ট্রাক্টর দিয়ে ঈদগাহ মাঠ চাষ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ঈদগাহ মাঠটি রক্ষার দাবি জানান।
এদিকে মঙ্গলবার দুপুরে ঈদগাহ মাঠে চাষাবাদ করার প্রতিবাদ ও মাঠ রক্ষার দাবি জানিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। কর্মসূচি পালন শেষে চারদফা জানিয়ে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিগুলো হলো- ঈদগাহ মাঠ দখল মুক্ত করা, ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা গ্রহণ, ঈদগাহ মাঠের কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠন ও ঈদগাহ মাঠে চাষাবাদ বন্ধ করা।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন বলেন, ঈদের জামাত আদায়ের পাশাপাশি ওই মাঠটি খেলাধুলার জন্য ব্যবহৃত হয়। কিন্তু একটি মহল ষড়যন্ত্র করে ঈদগাহ মাঠের গাছ কর্তন করে জন্য চাষাবাদ শুরু করেছে। আমাদের দাবি ঈদগাহ মাঠ দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক।
ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেকিম বলেন, ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য গাছ কর্তন ও চাষাবাদ করা হয়েছে। আগামী ঈদ উৎসবের পূর্বে ঈদগাহ মাঠ জামাত আদায়ের উপযোগী করা হবে। ঈদগাহ মাঠ দখল করার অভিযোগ সত্য নয়।
ইউএনও হাসান মারুফ বলেন, ঈদগাহ মাঠের বিষয়ে স্মারকলিপি পেয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।