আবারও পেছাচ্ছে জনশুমারি ও গৃহগণনা

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-17 12:51:55

করোনার কারণে আবারও পেছাচ্ছে জনশুমারি ও গৃহগণনার কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

চলতি বছরের ২ থেকে ৮ জানুয়ারি সারা দেশে জনশুমারি ও গৃহগণনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরে করোনার কারণে তারিখ পিছিয়ে ২৫ থেকে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেরিতে হলেও একটি স্বচ্ছ এবং সঠিক জনশুমারি জাতিকে উপহার দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য আনা অনেক ঝামেলার। প্রকল্পের কেনাকাটা ও টেন্ডার করা আরও ঝামেলা। একটা সময় আসবে যখন আঙুলের এক ক্লিকেই প্রয়োজনীয় তথ্য চলে আসবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ড. আসা টরকেলছন, বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ।

এ সম্পর্কিত আরও খবর