বরিশাল-স্বরুপকাঠী সড়কের মাধবপাশার বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে বরিশাল-ঢাকার সাথে বানারীপাড়া-স্বরুপকাঠীর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী। ব্রীজে দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়েছে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় ওই সড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বেইলি ব্রীজ ভেঙে এ ঘটনা ঘটে।
এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার সাঁতরে পাড়ে উঠে। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী মান্নান হাওলাদার জানান, বরিশাল থেকে পাথর বোঝাই একটি ট্রাক বানারীপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধবপাশা ব্রীজ পাড় হওয়ার সময় পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রীজ ভেঙে ধুমরেমুচরে খালে পড়ে যায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বার্তা২৪.কম কে জানান, বরিশাল-স্বরুপকাঠী সড়কের মাধবপাশার বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনায় আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রীজের দুই পাশের রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।