চলন্ত ট্রেনে জন্ম নিল শিশুটি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-28 22:27:54

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সন্তান প্রসবের জন্য কুষ্টিয়া থেকে আসছিলেন এক নারী। পথে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনেই ফুটফুটে সন্তান প্রসব করেছেন ওই নারী।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে ওই প্রসূতি সন্তান প্রসব করেন।

ওই প্রসূতির নাম সাবিনা ইয়াসমিন। তার সন্তান সুস্থ রয়েছে। তারা দুইজনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।

জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই প্রসূতি রাত ৮টার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন। এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।

সন্তান প্রসবের পর রাত সাড়ে ১০টার দিকে সন্তানসহ তিনি রাজশাহী স্টেশনে এসে পৌঁছান। পরে তাকে রেলওয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর