সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 20:09:12

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (২৭ অক্টোবর) দুপুর থেকে এ কর্মসূচি পালন করছে তারা।

এ বিষয়ে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস বার্তা২৪.কমকে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দাবির কথা সরকারকে বলে আসছি। এ নিয়ে রাস্তায়ও নেমেছি কয়েক বার। কিন্তু সরকার আমাদের দাবি মানছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

অন্যদিকে অবরোধের কারণে শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ-টিএসসি, শাহবাগ-বাংলামোটর ও শাহবাগ-প্রেসক্লাবের রাস্তা বন্ধ রয়েছে। কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ফলে এ পথে চলাচলকারীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান বার্তা২৪.কমকে বলেন, চাকুরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থী দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করে। তারা এখনও অবস্থান করছে। তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর