ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরীপুর থানা পুুলিশের একটি টিম পৌর শহরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ১.২০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের নতুন বাজার মহল্লার মজিবুর রহমানের ছেলে মেহেদী হাসানের (২৪) ১৮ মাস কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, মৃত আব্দুল করিমের ছেলে মনির হোসেন বাবুর (২২) ৪ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, সরকারপাড়া মহল্লার মৃত সিরাজুল হকের ছেলে আতিকুর রহমান রতনের (৫০) ৮ মাস কারাদণ্ড ও ১৫শ টাকা জরিমানা ও মধ্যবাজার মহল্লার গিয়াস উদ্দিন আহমেদ বাবুলের ছেলে জাফর আহমেদ বাবুর (২৩) ১ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।