রিজেন্টকাণ্ডে স্বাস্থ্যের সাবেক ডিজির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:14:32

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনার নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তির মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের নাম অন্তর্ভুক্ত করে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ সেপ্টেম্বর) এই চার্জশিটের অনুমোদন দেয় দুদক।

দুদক সূত্রে জানা গেছে, এই সপ্তাহের মধ্যে চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। মামলার তদন্তে আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে সাবেক ডিজি আজাদ এবং রিজেন্টের সাহেদ ছাড়াও আসামি করা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক মো. ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকে।

 

এ সম্পর্কিত আরও খবর