নুরুর জালে ৩৫ কেজির বাঘাইড়!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-09-01 21:42:13

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে নুরু হালদারের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মাছটি ৪৭ হাজার ২৫০ টাকা বিক্রি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে তার জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, রাতে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে আসেন জেলে নুরু। মাছটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ি শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন।

পরে সম্রাট শাহজাহান মুঠোফোন ঢাকার ব্যবসায়িদের সাথে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ বলেন, বিকেলে জেলে নুরু হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সে সময় পদ্মা ও যমুনার মোহনায় তিনি এই বিশাল বাঘাইড় মাছটি পান। রাতে দৌলতদিয়াতে মাছটি বিক্রির জন্য আনলে আমি ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনি এবং ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করি।

এ সম্পর্কিত আরও খবর