মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-26 00:13:35

মানিকগঞ্জে কৃষক কালিচরণ মন্ডল হত্যা মামলায় আজাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আজাদ মানিকগঞ্জ পৌরসভার আন্ধারমানিক এলাকার আজাহার আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ ডিসেম্বর দুপুরে মানিকগঞ্জ পৌরসভার আন্ধারমানিক এলাকার গ্রিন ভ্যালি হ্যাচারির পশ্চিম পাশের সরিষা ক্ষেতে কাজ করারা সময় কালিচরণকে কুপিয়ে হত্যা করে আজাদ। পরে শহরের বেওথা ঘাট থেকে কালিচরণের কর্তন করা হাতসহ আজাদকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

এ ঘটনায় কালিচরণ মন্ডলের ছেলে গোপাল মন্ডল সদর থানায় অভিযোগ দায়ের করেন। আদালত উক্ত মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

কালিচরণ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি বিজ্ঞ আইনজীবী মথুর নাথ সরকার এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী এটিএম শাজাহান। রায় প্রদানের সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর