সিলেটে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-27 12:01:42

সিলেটে বাসার ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় তাদের মা জাহানারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সন্ধ্যায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মইনুল জাকির।

মৃতরা হলেন- নগরের ৪নং ওয়ার্ডের মজুমদারি এলাকার ৩১ নম্বর বাসার মৃত কলিম উল্লার মেয়ে শেখ রাণী বেগম (৩৮) ও শেখ ফাতেমা বেগম (২৭)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ খবর পেয়ে মৃতদের বাসার ছাদ থেকে একই পিলারের দুটি আলাদা রডে ঝুলন্ত অবস্থায় দুই বোনের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই পরিবারের সদস্যরা সামাজিক তেমন কোনো কর্মকাণ্ডে অংশ নিতেন না। তারা অনেকটা একগুঁয়ে জীবন যাপন করতেন। দুই বোনের মৃত্যুর ঘটনা রহস্যজনক এবং পরিবারের সদস্যরাও একেক সময় একেক কথা বলছেন।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মইনুল জাকির বার্তা২৪.কমকে বলেন, ‘মামলাটি অপমৃত্যু হিসেবে রুজু করা হয়েছে। আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য যানা যাবে।'

এ সম্পর্কিত আরও খবর