ই-কমার্সে অর্ডার করে প্রতারিত হয়েছেন বাণিজ্যমন্ত্রীও!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 15:25:26

দুই বছর আগে অনলাইনে কোরবানির গরু কিনতে টাকা দিলাম এক লাখ। কিন্তু পরে শুনলাম এটা অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। এই ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত 'প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২০ সালের কোরবানি ঈদের আগে অনলাইনে পশু কেনাবেচার উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন হাট থেকে গরু অর্ডার করি। ১ লাখ টাকার যে গরু তাকে দেখানো হয় সাতদিন পরই জানানো হয় তা আর নেই। বিক্রি হয়ে গেছে অন্য কারো কাছে। তখন প্রতিকার হিসেবে মন্ত্রীকে আরেকটি গরু পছন্দ করতে বলে বিক্রেতা প্রতিষ্ঠান এবং ৮৭ হাজার টাকা দামের একটি গরু দেয়। বাকি টাকার জন্য ১টি খাসি সরবরাহ করা হয় বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয় তার ভুক্তভোগী আমি নিজেই।

এ সম্পর্কিত আরও খবর