নদীতে বিলীন শিক্ষাপ্রতিষ্ঠান, ২৭৯ শিক্ষার্থী বিপাকে

, জাতীয়

তোফায়েল হোসেন জাকির, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-29 06:22:51

যমুনা নদীর ভাঙনে বিলীন হয়েছে গাইবান্ধার গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে স্থানান্তর করা হয় অন্য ইউনিয়নে। এতে করে ১২ সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হলেও, ওই বিদ্যালয়ের ভর্তিকৃত ২৭৯ কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস করতে না পারায় বিপাকে পড়েছে। কোমলমতি এসব শিক্ষার্থীদের কথা ভেবে উত্তর ঝানঝাইর অথবা পূর্ব চর গজারিয়াতে স্কুলটি স্থাপন করার দাবি জানিয়ে গত ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবরে আবেদন করেছে অভিভাবকসহ এলাকাবাসী।

সোমবার (২৭ সেপ্টেম্বর ) খোঁজ নিয়ে জানা যায়, গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা মৌজার ভোটার বর্তমানে উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে বসবাসকারী মৃত. জমশের আলী ভূঁইয়ার ছেলে মো. শামছুল হক ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে রাতের আধারে ১ সেপ্টেম্বর উত্তর ঝানঝাইর থেকে ৩ কিলোমিটার উত্তরপূর্বে চর রতনপুর মৌজায় জিয়াডাঙ্গা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তর করা হয়।

ফাঁকা স্থানে কোন রকমে একটি টিনের ছাপড়া তুলে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে কোন শিক্ষার্থী নেই। ৫ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক বসে আছে। একজন শিক্ষক পিটিআইতে আছেন। কারণ যে এলাকায় স্কুল স্থানান্তর করা হয়েছে সেখানকার কোন ছাত্র-ছাত্রী নেই। জিয়াডাঙ্গা কমিউনিটি বিদ্যালয়ের ভর্তিকৃত ২৭৯ কোমলমতি শিক্ষার্থীরা নদীপার হয়ে তিন কিলোমিটার দূরে গিয়ে ক্লাস করতে আসবে না।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ববিতা আক্তার জানায়, দীর্ঘদিন করোনা ও বন্যার কারণে স্কুল বন্ধ ছিলো। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার ঘোষণায় খুশি হয়েছিলাম। কিন্তু স্কুল খোলার দিন স্কুলে এসে দেখি আমাদের গ্রামে আর স্কুল নেই। বাবাকে স্কুলের কথা জিজ্ঞেস করতে বাবা বলেন, তোদের স্কুল রতনপুরে নিয়ে গেছে। আর স্কুলে যেতে হবে না।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের স্কুল নদীতে বিলীন হয়ে গেছে। স্কুলের জিনিসপত্র করে পশ্চিম ঝানঝাইর রাখা ছিল। কিন্তু আমরা পড়ে জানতে পারি আমাদের স্কুল অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিভাবে এতো দূরে গিয়ে পড়াশোনা করব।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শরিফা আক্তারের পিতা শহিদুল ইসলাম বলেন, কিছু স্বার্থন্বেষী মহল সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানের যোগসাজসে বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের অজান্তে নদীর ওপর প্রান্তে ৩ কিলোমিটার দূরে বিদ্যালয় গৃহের মালামাল ২নং উড়িয়া ইউনিয়নের চর রতনপুরে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে আবেদনকারী মো. শামছুল হক ভুঁইয়া বলেন, রতনপুর নয়, মূলত জিয়াডাঙ্গা মৌজাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ২০১৭ সালে গলনা মৌজায় বিদ্যালয়টি গড়ে তোলা হয় এবং পুনরায় ভেঙে গেলে জড়োসড়ো করে রাখা হয়। বর্তমানে জিয়াডাঙ্গা মৌজাটি পুনরায় চর ভরাট হওয়ায় পূর্বের স্থান জিয়াডাঙ্গা মৌজায় বিদ্যালয় স্থানান্তর করা হয়।

জিয়াডাঙ্গা কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, গত তিন মাস আগে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাচম্যান এলাকা দক্ষিণ ঝানঝাইর মৌজা নদীগর্ভে বিলিন হয়ে যায়। স্কুল ঘর, চেয়ার-ব্রেঞ্চসহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয় পশ্চিম ঝানঝাইরে। পশ্চিম ঝানঝাইরে না হলেও ঝানঝাইর সংলগ্ন পূর্ব চর গজারিয়াতে বিদ্যালয়টি স্থাপন করা যেত। কোন অদৃশ্য কারণে বিদ্যালয়টি ওই স্থানে নিয়ে যাওয়া হলো তা আমার বোধ্যগম নয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন বলেন, ১৯৯১ সালে স্থাপন করা হয় বিদ্যালয়টি। তারপর থেকে চারচালা দু’টি টিনের ঘরে শিক্ষা কার্যক্রম চলছিল। তিনি আরও বলেন, দুই তিন মাস আগে বিদ্যালয় সংলগ্ন এলাকায় যমুনার ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে বিদ্যালয়টি অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। আমরা নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হলেও কোন ছাত্র-ছাত্রী স্কুলে আসে না। কারণে হিসেবে তিনি বলেন, পূর্বের শিক্ষার্থীরা তিন কিলোমিটার পথ পেরিয়ে এখানে আসবে না। সেজন্য ২৭৯ জন শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, মো. শামছুল হক ভুঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সহকারী শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানের মাধ্যমে তদন্ত সাপেক্ষে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের পরামর্শক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানটি ওই স্থানে স্থানান্তর করা হয়। জিয়াডাঙ্গা মৌজায় কোন জায়গা না থাকায় এটি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর