নিষেধাজ্ঞার ২২ দিনে ৯৬১ জেলেকে কারাদণ্ড

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 09:01:44

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের দায়ে বরিশালের ৬ জেলায় ৯৬১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ২০ লাখ ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) বিষয়টি বার্তা২৪.কমকে জানিয়েছেন বিভাগীয় মৎস কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।

আজিজুল হক জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২২ দিনে বরিশালের ৬ জেলায় ৯৬১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি ৭ হাজার ৯৯৪ কেজি ইলিশ ও প্রায় ৩০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়াও জালের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগের ৬ জেলার মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৯০০টি অভিযান ও ৯৮৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ৯৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর