অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-25 10:33:20

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ শনিবার। উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ২ অক্টোবর এ দিবস পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’।

বাংলাদেশে ২০১২ সাল থেকে দিবসটি পালন হচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবর উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন।

দেশে উৎপাদনশীলতা বাড়াতে সরকারের ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি বছর গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এশিয়ান প্রোডাক্টিভিটি অরগানাইজেশনের (এপিও) মহাসচিব ড. এ কে পি মচিটান পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। দেশে উৎপাদনশীলতা বাড়াতে সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর এটি। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

ঢাকার বাইরে বিভিন্ন জেলা প্রশাসনের উদ্যোগেও আলোচনাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিতে অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতার গুরুত্বসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও খবর