দীপন হত্যা মামলায় অভিযোগপত্র দিতে প্রস্তুত পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:53:12

প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আট সদস্যকে অভিযুক্ত করে যে কোন দিন আদালতে অভিযোগপত্র দাখিল করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৯ অক্টোবর) ডিবি'র একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অভিযোগ পত্র প্রেরণ করা হয়েছে। অনুমোদন মিললেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’

ডিবি সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্তরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আঃ সবুর সাংগঠনিক নাম আঃ সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম সাংগঠনিক নাম জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল সাংগঠনিক নাম সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন সাংগঠনিক নাম শাহরিয়ার, শেখ আব্দুল্লাহ সাংগঠনিক নাম জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের, সৈয়দ জিয়াউল হক সাংগঠনিক নাম সাগর ওরফে ইশতিয়াক ওরফে বড় ভাই ও আকরাম হোসেন ওরফে হাসিব সাংগঠনিক নাম আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ।

অভিযুক্তদের মধ্যে ৬ জনকে গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে এবং তারা প্রত্যেকেই আদালতে কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তারা হলেন মইনুল হাসান শামীম, আঃ সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ও শেখ আব্দুল্লাহ।

এ মামলায় এখনও দুই জন পলাতক আছেন, তারা হলেন সৈয়দ জিয়াউল হক ও  আকরাম হোসেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায় ‘জাগৃতি’ প্রকাশনীর অফিসে ঢুকে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দীপন।

এ সম্পর্কিত আরও খবর