চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন স্থবির

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 06:58:44

অব্যাহত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে চট্টগ্রামের জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও কর্মজীবীরা। সোমবার (২৯ অক্টোবর) ভোর থেকেই শুরু হয়েছে এ বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থামেনি।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির এ ধারা অব্যাহত থেকে রাত ৯টার (সোমবার) পর ভারী বৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতি আগামী কালও থাকবে। এছাড়া উত্তর ও পূর্ব দিক থেকে হালকা হাওয়া বইতে পারে। যার বেগ ঘণ্টায় ১০ কিলোমিটার হতে পারে।’

বৃষ্টির ফলে সোমবার সকাল থেকে চট্টগ্রামে সূর্য়ের আলোর দেখা মেলেনি। সকালে শিক্ষার্থী, অভিভাবকসহ কর্মজীবীরা এর ফলে সমস্যায় পড়েন। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হন।

একদিকে পরিবহণ ধর্মঘটের কারণে ভোগান্তি, তার উপর এ বৃষ্টিতে ভোগান্তির শিকার হয়েছেন নগরবাসী।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ হারুন অর রশিদ বার্তা২৪.কমকে বলেন, ‘গত দুই সপ্তাহ আগে ঘূর্ণিঝড় তিতলির সময় চট্টগ্রামে ৭ দিন সূর্যের দেখা মেলেনি। এরপর জলবায়ু বা আবহাওয়ার পরিস্থিতির তেমন তারতম্য দেখা যায়নি।’

তিনি বলেন, ‘আবহাওয়ার বিপদ সংকেত এখন নেই। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপও নেই। রাতে ভারী বৃষ্টি হতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর