টাকা নিয়ে বিরোধ, মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:09:50

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর পরই গ্রামবাসী খুনী আদিলকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শিবগঞ্জ উপজেলা গাংনগর পোড়ানগরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালজার রহমান (৪৩) শিবগঞ্জ উপজেলার গাংনগর পোড়াপাড়া গ্রামের মৃত বাজি মোল্লার ছেলে এবং মাংস ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সালজার রহমান ও পার্শ্ববর্তী বাড়ইপাড়া গ্রামের আদিল এক সঙ্গে মাংসের ব্যবসা করত। ব্যবসায়িক হিসাবে সালজার রহমান ১৬ হাজার টাকা পেত আদিলের কাছে। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সালজার রহমান পাওনা টাকা চাইতে আদিলের বাড়িতে যায়। টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে আদিল মাংস কাটার দা দিয়ে সালজারকে কুপিয়ে হত্যা করে। এরপর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে মোকামতলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদিলকে আটক করে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে ব্যবসায়িক বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। আটককৃত আদিল পুলিশ হেফাজতে রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর