দুর্গা পূজায় পাঁচ শতাধিক নারীকে লিটনের শাড়ি উপহার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-31 17:29:18

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক নারীকে শাড়ি উপহার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রোববার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন মেয়র।

এ সময় তিনি বলেন, রাজশাহী শান্তির নগরী। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। নগরীতে শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে। প্রতি বছরের ন্যায় এবারো উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাভোকেট শরৎ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক সাধন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর