তফসিল নিয়ে শনিবার বসছে নির্বাচন কমিশন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 00:34:10

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে শনিবার (০৩ নভেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বার্তা২৪.কমকে বলেন, আগামী ৩ নভেম্বর বিকাল তিনটায় কমিশন সভা ডাকা হয়েছে। নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক একটি এজেন্ডা রয়েছে। তফসিল তো নির্বাচনের প্রস্তুতিরই অংশ। সুতরাং তফসিল নিয়ে আলোচনা হতেই পারে।

নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা ছাড়াও সভায় আরপিও পর্যালোচনা বিষয়ক একটি এজেন্ডা রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আগামী ৩ নভেম্বর কমিশন সভা আহ্বান করা হয়েছে। সভাটি শুধু তফসিলের জন্য না। সভার এজেন্ডায় তফসিলের কোন এজেন্ডা নেই। তবে সভায় অনেক বিষয় নিয়েই আলোচনা হবে।

তফসিলের বিষয়টি চূড়ান্ত হলে জাতীর উদ্দেশ্যে ভাষণে তা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

২০১৪ সালের ২৯ জানুয়ারি প্রথম অধিবেশন শুরু হয়েছিল বিধায় দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্তি হচ্ছে ২০১৯ সালের ২৮ জানুয়ারি।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্তির পূর্বের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বাধ্য নির্বাচন কমিশন। সে মোতাবেক নভেম্বরের প্রথম দিকেই তফসিল দিয়ে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করছে সংস্থাটি।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে ৩১ অক্টোবর আন্ত:মন্ত্রণালয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এরপর ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি অবহিত করবে সংস্থাটি।

এ সম্পর্কিত আরও খবর