কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-31 08:43:35

কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোসলেহ উদ্দিন খলিফার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন দুুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলছাত্রী জোবেদা ওই বাড়ির জাফর ইকবালের মেয়ে। সে হাজিরহাট মিল্লাত একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো।

স্বজনরা জানান, জোবেদা দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভোগছিল। সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে গেলে আক্রান্ত হয়। এসময় সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow