বরিশালের হিজলা উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি রামদা, ২টি দা, ৭টি মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুধবার (১৩ অক্টোবর) রাতে বিসিজি স্টেশন হিজলা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথ অভিযান চালায়। অভিযান শেষে হিজলার বিসিজি স্টেশন যাওয়ার পথে মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে রাত সোয়া ১২টার দিকে নৌকাযোগে একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে নদীতে অবস্থান করছিল।
এসময় কোস্ট গার্ড টহলদল ১০ জন ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৪টি রামদা, ২টি দা, ৭টি মোবাইল ফোন ও ১টি টর্চ লাইট জব্দ করে। পরবর্তীতে আটককৃত ১০ জন ডাকাত ও জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।