বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রতির দেশ। তাই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে যুগ যুগ ধরে সনাতন ধর্মানুসারীরা দুর্গাপূজায় সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণভাবে অংশগ্রহণ করে আসছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে আসছেন সবাই।
আরও বলা হয়, গত ১৩ অক্টোবর বুধবার কুমিল্লা চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার জন্য আমরা ব্যথিত হয়েছি। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর দুরভিসন্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সাম্প্রদায়িক হামলা পরিচালিত হচ্ছে। আমরা এর নিন্দা জানাই।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আরও বলে, আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতির যে বন্ধন অটুট রয়েছে তা বিনষ্টে তৎপর দেশি বিদেশি অপশক্তি ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পিত ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সাম্প্রদায়িক কলহ তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। সবাইকে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
গতকালের ঘটনার জের ধরে আর যেনো কোনো সহিংসতা না ঘটে সে বিষয়ে সবাইকে ধৈর্যের পরিচয় দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণভাবে কার্যক্রম চালনার অনুরোধ করা হয়েছে। সহিষ্ণুতা ও সহমর্মিতার মাধ্যমে যে কোনও সাম্প্রদায়িক চক্রান্ত রুখে দেওয়ার অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বশীলদের ধন্যবাদ জানানো হয়।