ভাষা আন্দোলনের অন্যতম শহীদ আব্দুল জব্বারের একমাত্র সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদল (৭৩) বৃহস্পতিবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নুরুল ইসলামের জামাতা আব্দুল কুদ্দুস জানান, রাতে তেজকুনিপারা বাসায় অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম বাদল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে তার মরদেহ বর্তমান আবাসস্থল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলতলী গ্রামে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার পর
শুক্রবার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নুরুল ইসলাম বাদল বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।