পিলখানা হত্যাকাণ্ডের বেদনাদায়ক দিন আজ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 09:07:53

পিলখানা হত্যাকাণ্ডের বেদনাদায়ক দিন আজ। নয় বছর আগে সংঘটিত নিষ্ঠুরতম এ হত্যাকাণ্ডের দুঃখ জাগানিয়া স্মৃতি আবারো কাঁদাবে নিহতদের স্বজন-সহজনকে। বেদনাসিক্ত করবে দেশবাসীকেও। ভুলতে না পারা এ দুঃখের দিনটিকে আজ শোক আর শ্রদ্ধায় পালন করবে জাতি। বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে অন্যান্য বছরের মতো এবারো রাষ্ট্রীয় উদ্যোগে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। দিনটি স্মরণে আজ রোববার সকাল ৯টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া  স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র সচিব এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক নিহতদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। আজ সব সেক্টর, বর্ডার আউট পোস্টে (বিওপি) দিনটি শাহাদৎ বার্ষিকী হিসেবে পালন করবে বিজিবি। নিহতদের স্মরণে আগামীকাল বিকেলে পিলখানায় বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। মিলাদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিজিবি সূত্র। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় বসার পরের মাসেই ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ নিহত ৭৪ জনকে নির্মমভাবে হত্যার পর তাদের লাশ গুমের চেষ্টা করে উচ্ছৃঙ্খল ও বিপথগামী কিছু বিডিআর জওয়ান। এতে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিলও নিহত হন। রক্তাক্ত সেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও। নির্মম এ হত্যাকা-ের ঘটনা আলোড়ন তোলে বিশ^জুড়ে। প্রথমে এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয় বিডিআরের নিজস্ব আদালতে। সেখানে ছয় হাজার জওয়ানের কারাদ- হয়। পরে এ হত্যা মামলার বিচার শুরু হয় সাধারণ আদালতে। ঢাকার জজ আদালতে দায়ের করা সে মামলার রায়ে ২০১৩ সালে ১৫২ জনকে মৃত্যুদ- ও ১৬০ জনকে যাবজ্জীবন কারাদ- দেন আদালত। এছাড়া ২৫৬ আসামিকে বিভিন্ন মেয়াদের কারা- ও অর্থদ- দেওয়া হয়। গত ২৭ নভেম্বর ২০১৭ সালে হাইকোর্টেও রায়ে ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখা হয়। এছাড়া আরো ৮ জনের মৃত্যুদ-ের সাজা কমিয়ে যাবজ্জীবন ও ৪ জনকে খালাস দেওয়া হয়।  নি¤œ আদালতে যাবজ্জীবন সাজা পাওয়া ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখেন উচ্চ আদালত। নি¤œ আদালতে খালাস পাওয়া ৬৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল তার মধ্যে ৩১ জনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়।  নি¤œ আদালতে সাত বছর করে  ৪ জনকে কারাদন্ড এবং ৩৪ জনের খালাস দেয়ার রায় হাইকোর্ট বহাল রাখেন। প্রসঙ্গত, বিডিআর বিদ্রোহের পর বাহিনীকে ঢেলে সাজাতে এ বাহিনীর নাম পরিবর্তন করা হয়। এ লক্ষ্যে ২০১০ সালে ডিসেম্বরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে পাস হয়। তখন থেকে এ বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ, সংক্ষেপে বিজিবি।

এ সম্পর্কিত আরও খবর