লতিফ হত্যায় দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 15:25:00

ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে আব্দুল লফিত হত্যা মামলায় দুই আসামির ফাঁসি ও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহতের সহযোগী মোয়াজ্জেম হোসেন ও বাবু ওরফে কানা বাবু।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আকির হোসেন, মনির হোসেন, আমির হোসেন ও আব্দুল আজিজ ওরফে আজির।

বুধবার (৩১ অক্টোবর) ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার প্রধান আসামি ফেরদৌস ওরফে ফেদুর বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও তাকে অব্যাহতি দেওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সাহাব উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসামি ফেরদৌস ওরফে ফেদু, রাশেদ ও সুমনের নাম ঠিকানা সংগ্রহ করে যতো দ্রুত সম্ভব সম্পূরক চার্জশিট দাখিলের জন্য ডিএমপি কমিশনার এবং মতিঝিল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৫ সালের ২৩ মার্চ মতিঝিল থানাধীন শাহজাহানপুরের রেলওয়ে কলোনীর একটি বিল্ডিং ছাদে অজ্ঞাতনামা পুরুষের গলা ও পায়ের রগকাটা পচাগলা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মতিঝিল থানার এসআই মো. রফিকুল ইসলাম এ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের পর ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটির বিচারকালে ৮ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর