পঁচা মাংসের বিরিয়ানি বিক্রি, অতঃপর...

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-30 15:40:47

নোয়াখালীর সোনাইমুড়ীতে পঁচা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা ও হাজী বিরিয়ানি হাউজ নামের একটি দোকান সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি রান্না করা ও ৭০ কেজি কাঁচা পঁচা মাংস জব্দ করা হয়।

সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টায় এ অভিযান পরিচালনা করেন।

সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজ প্রতারণা করে পঁচা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ কেজি রান্না করা ও ৭০ কেজি কাঁচা পঁচা মাংস জব্দ করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান জরিমানা ও দোকান সাময়িক বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর