বরিশালে দুই ভুয়া ডাক্তারের কারাদণ্ড

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 08:27:22

বরিশালে র‌্যাবের অভিযানে সনাক্ত দুই ভুয়া ডাক্তারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জয়দেব চক্রবর্তী এ দণ্ডাদেশ দেন। র‌্যাব-৮ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন ঝালকাঠির মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫) ও বরিশাল কোতোয়ালী থানার জাগুয়া ইউনিয়নের আব্দুস সালাম খানের ছেলে এম শহিদুল ইসলাম (৩২)।

এর আগে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল নগরীর রুপাতলী বাজারের জান্নাত মা ও শিশু প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র ও চন্দ্রপীর ডেন্টাল কেয়ারে অভিযান পরিচালনা করে এই দুই ভুয়া ডাক্তারকে আটক করে। এ সময় তারা ডাক্তারি সার্টিফিকেট ও কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের বরিশাল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর