সহিংসতায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 05:02:03

দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই কথা বলেছেন।

তিনি বলেন, সব জায়গার সহিংসতায় কার জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে, অপরাধী কারা। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

ডা. দীপু মনি বলেন, বিদেশি শক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্তের বিষয়, তবে বিদেশে বসে কোন কোন অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটিতো খুব স্পষ্ট। তাদের বিভিন্ন ধরনের কথাও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এই হামলাগুলো করা হচ্ছে।

তিনি বলেন, ৭১ এবং ৭৫ এর ঘাতকেরা আবারও দেশে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। তারা হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুধু তাই নয়, আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচন নস্যাৎ করতে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে এমন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর