বরিশালে ১৭ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-20 15:32:58

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালে ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। গণভবন থেকে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

পরে বরিশালের ৪টি উপজেলার ১৪টি ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট কানেকটিভিটি, হিজলা থানা ভবন, বাকেরগঞ্জ ফায়ার স্টেশন এবং বরিশাল সদর (দক্ষিণ) ফায়ার স্টেশন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে উচ্চ গতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওইসব এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে। উন্নয়ন প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ।’ দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তার সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সের সময় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন- বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালে ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

র‌্যালিটি নগরীর সার্কিট হাউজ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর