ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের সংখ্যা বাড়ল

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:19:43

রাত পোহালেই ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর সার্কিট হাউজ মাঠে ঐতিহাসিক এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভার আগের দিন বাড়ানো হয়েছে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সংখ্যা। ১৪৮ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫-এ। মূলত শেরপুর ও জামালপুর জেলায় এ সমস্ত উন্নয়ন প্রকল্প বৃদ্ধি করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম রিপন জানান, সংশোধিত ১৯৫ প্রকল্পের মধ্যে ভিত্তিপ্রস্তরযোগ্য মোট প্রকল্প হচ্ছে ৯৪টি। এরমধ্যে ময়মনসিংহ বিভাগে ১০টি, জেলায় ৩৪টি, নেত্রকোনায় ১৭টি, জামালপুরে ১৯টি, শেরপুরে ১৪টি।

এছাড়াও উদ্বোধনযোগ্য প্রকল্প ১০১টি, যা আগে ছিল ৬৬টি। উদ্বোধনযোগ্য প্রকল্প ১০১টির মধ্যে ময়মনসিংহ জেলায় ৩১টি, নেত্রকোনায় ১৯টি, জামালপুরে ৬টি ও শেরপুরে ৪৫টি।

এ সম্পর্কিত আরও খবর