পাটুরিয়ায় ফেরি ডুবি, উদ্ধার অভিযান শুরু

, জাতীয়

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাটুরিয়া ফেরিঘাট থেকে | 2023-08-27 07:29:33

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় টানা ১২ ঘণ্টা উদ্ধার অভিযান বন্ধ থাকার পর ফের উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা'র উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরি দল।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ।

উদ্ধারকারী জাহাজের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৃথকভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫টি ট্রাক। ট্রাকগুলো ফেরি নিচে বা আসেপাশে চাপা পড়ে আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আরও ৫টি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথরিটি'র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, পদ্মায় ফেরিডুবির পরপরই তারা উদ্ধার অভিযান শুরু করে। দিনব্যাপী উদ্ধার অভিযানে ফেরির ভেতর থেকে চারটি ট্রাক উদ্ধার করা হয়। আরও ৫টি ট্রাক পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শনাক্ত করে রাখা হয়েছে।

ফেরিতেও আটকে রয়েছে আরও ৫টি ট্রাক। ফেরির ভেতরের ট্রাকগুলো উদ্ধার শেষে পদ্মায় ডুবে যাওয়া অপর ৫টি ট্রাক উদ্ধার করা হবে। খুব অল্প সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধার অভিযানে সংযুক্ত হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর